বঙ্গোপসাগরের নাম কেন বঙ্গোপসাগর হলো?


বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে যেই জিনিসটা সবার সামনে আসে সেটা হলো এই বাংলা অঞ্চলের লোকেরা বহু আগে থেকেই খুব ভালো নাবিক বা লস্কর ছিল। কিন্তু এদের নিজস্ব উন্নতমানের কোন জাহাজ ছিল না যা দ্বারা বহির্বিশ্বে পাড়ি দেয়া যায়।আর এই সাহসী লোকগুলোর নিবাস ছিল সিলেট,নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে।
তাদের যোগ্যতা সম্পর্কে অন্নদা শঙ্কর তার প্রবন্ধে লিখেছেন :
"এই একটি ক্ষেত্র যেখানে বাঙালি নাবিকরা ও বণিকরা অল্প দিনের মধ্যেই গ্রিকদের মতো কুশলী হতে পারে"
প্রাচীনকাল থেকেই চট্টগ্রামে সমুদ্র বন্দর ছিল, সেখানে আরব বণিকগণ আসতেন।আর পৃথিবী যেরকম পুরাতন আরব বনিকগনও সেরকম পুরাতন। আরবদের ভৌগলিক অবস্থার কারনে এরা সভ্যতার শুরু থেকেই ব্যবসার সাথে সম্পৃক্ত। আরব বনিকদের সাথে বাংলা বা বঙ্গের যোগাযোগ ও বহু প্রাচীন। তাদের জাহাজে কাজ করার সুবাদে এখানে অসংখ্য সাহসী নাবিক তৈরি হয়েছিল। 

খুব কম সময়ে তারা অত্যন্ত দূরদর্শী ও যোগ্যতাসম্পন্ন নাবিকে পরিণত হতে পারতেন বিধায় আরবগণ সহসাই তাদের সাথে নিতেন।
এভাবেই বহির্বিশ্বের সাথে বাংলার নাবিকদের সুপরিচিতির কারনে
উপসাগরটির নাম বঙ্গোপসাগর হয়ে যেতে লাগলো।এই নাম তৎকালীন নাবিকদেরই দেয়া।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন