আমাদের সম্পর্কে

QnA BN (QnA Bangla) হলো অনলাইনে বাংলা ভাষায় অজানাকে জানার এবং নতুন কিছু শেখার প্রশ্নোত্তরভিত্তিক শিক্ষণীয় প্ল্যাটফর্ম

QnA হলো Question and Answer (প্রশ্ন ও উত্তর) এর সংক্ষিপ্ত রুপ। BN হলো Bangla এর সংক্ষিপ্ত রুপ। মূলত বাংলা ভাষায় প্রশ্ন ও উত্তর শেয়ার করার উদ্দেশ্যেই এমন নাম দেওয়া হয়েছে।

QnA BN এর লক্ষ্য হলো ইন্টারনেটে বাংলা ভাষায় একটি সহজ এবং শিক্ষণীয় তথ্য ভান্ডার তৈরী করা, যাতে করে মানুষ অজানাকে আরো সহজে জানতে পারবে। ওয়েবসাইটটিতে নিয়মিত প্রচুর পরিমাণ প্রশ্ন এবং উত্তর সংযোজিত হচ্ছে এবং আমরা আশা করছি QnA BN ভবিষ্যতে জ্ঞানবিজ্ঞানের বিশাল ভান্ডারে পরিণত হবে যেখানে যে কেউ যেকোনো সময় বিনামূল্যে তথ্য আহরণ করার সুযোগ পাবে।

QnA Bangla সবসময় নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য উন্মুক্তভাবে শেয়ার করে। কোনো ধর্মীয়, রাজনৈতিক বা অন্য কোনো সংস্থার সাথে QnA BN এর কোনোরুপ সম্পর্ক নেই। কোনো সম্প্রদায়, ব্যক্তি, ধর্ম বা রাষ্ট্রকে হেয় করার উদ্দেশ্যে কোনো উস্কানীমূলক তথ্য প্রকাশ করা হয় না। QnA Bangla ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাই অনিচ্ছাকৃত ভুল হতে পারে। কোনো ভুল তথ্য আপনার দৃষ্টিগোচর হলে দয়া করে মন্তব্য করুন। আমরা যথাসম্ভব দ্রুত সেই ভুল সংশোধন করার চেষ্টা করবো।

QnA Bangla এর সদস্য হয়ে প্রশ্নোত্তর প্রকাশের মাধ্যমে এই প্ল্যাটফর্মে ভূমিকা রাখতে চাইলে আপনাকে স্বাগতম। যেকোনো বয়সের বাংলা ভাষাভাষী মানুষ QnA Bangla এর সদস্য হতে পারবেন। সদস্য হওয়ার জন্য আবেদন করুন এখানে। যথাসম্ভব দ্রুত আবেদনটি যাচাই করে ই-মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে।