আগুন কেন অভিকর্ষের বিপরীত দিকে প্রবাহিত হয়?

পৃথিবী সবকিছুকেই তার নিজের দিকে টানে, কিন্তু আগুন কেন অভিকর্ষের বিপরীতে প্রবাহিত হয়? অর্থাৎ আগুনের বেলায় অভিকর্ষ কেন কাজ করে না? খুবই চমৎকার একটি প্রশ্ন।

অদ্ভুত মনে হলেও সত্য যে, অভিকর্ষজ বল কাজ করে বলেই আগুনের শিখা উপরের দিকে উঠে।

যখন আগুন জ্বলে তখন তাপের কারণে আগুনের আশেপাশের বাতাস উত্তপ্ত হয়ে হাল্কা হয়ে যায়। তখন চারপাশের (বিশেষত উপরের দিকের) যে তুলনামূলক ভারী ও ঠান্ডা বাতাস থাকে তা আগুনের নিকটবর্তী হালকা বাতাসের জায়গায় এসে হালকা ও গরম বাতাসটিকে উপরের দিকে ঠেলে দেয় আর নিজে সেই জায়গা দখল করে ফেলে।

এখানে অভিকর্ষজ বল কাজ করে বলেই ঠান্ডা বাতাস নিচে নেমে আসে এবং গরম বাতাসকে উপরে ঠেলে দেয়। তাই আমরা দেখি আগুনের শিখা তথা আগুন উপরের দিকে উঠছে।

➦ আচ্ছা, এবার ভাবুন তো - যদি কোনভাবে অভিকর্ষকে শূন্য করে দিয়ে আগুন জ্বালানো হয় তাহলে কী হতে পারে?

উত্তরঃ এরকম পরিস্থিতিতে আগুনের শিখা কিন্তু উপরের দিকে যাবে না, চারপাশে বৃত্তাকারে ছড়িয়ে পড়বে, মনে হবে একটা আগুনের বল জ্বলছে। মহাশূন্যে মধ্যকর্ষণ শক্তি নেই, এই কারনে, মহাশূন্যে আগুনের শিখা গোল হয়ে জ্বলে।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন