ইন্টারফেইথ কি? আর এটি প্রচার করার উদ্দেশ্যই বা কি?
ইন্টারফেইথ কে বাংলায় বলে আন্তঃধর্ম। আর আরবিতে বলে وحدةالاديان
ইন্টারফেইথ হলো এক ধরনের জগাখিচুড়ি মার্কা শংকর পিষেশ এর নাম।এই মতবাদের বিশ্বাসী মানুষ মনে করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ইহুদি সকল ধর্মেই সঠিক। কোন ধর্মই অপর ধর্ম থেকে শ্রেষ্ঠ নয়। সকল ধর্মই ভালো কথা বলে। সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে। আর শান্তি ও সম্প্রীতিই হল ধর্মের মূল কথা। সঠিক ধর্ম বা ভুল ধর্ম বলতে কিছুই নেই, সব ধর্মই সঠিক।তাই হিন্দু, খ্রিস্টান বৌদ্ধ কারো আপন ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে যাওয়ার কোন দরকার নেই। ধর্মের বৈচিত্র প্রকৃতির বৈচিত্রের মতোই স্বাভাবিক।
ইন্টারফেইথ কেন প্রচার করা হচ্ছে?
ইন্টারফেইথ কাফেরদের বুদ্ধিবৃত্তিক ক্রুসেড এর একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট।
কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, আফগান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, মালি, সোমালিয়া সহ সারা পৃথিবীতে অমুসলিমরা যে সামরিক ক্রুসেড যুদ্ধ এবং বর্বর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এসবের বিরুদ্ধে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে না পারে; গোটা পৃথিবীতে সকল কাফেররা একজোট হয়ে যে, মুসলিম নিধনের ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে এটি যেন মুসলমানরা বুঝতে না পারে; তারা যেন নিজেদের আত্মপরিচয় খুঁজে না পায়। তাদের হৃদয় থেকে যেন "ওয়ালা-বারা" এর বিশ্বাস মুছে যায়। ইসলামই যে, একমাত্র সত্য দ্বীন এ দানা যেন তাদের হৃদয়ে এ দানা যেন বাঁধতে না পারে এবং তাদের বিপরীতে গিয়ে তারাও যেন কাফেরদের দলে শামিল হয়ে যায়। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে তারা বিশ্বজুড়ে ইন্টারফেইথ এর প্রচার করছে।

একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন