ইংরেজিতে Vowel এর আগে a না বসে কেন an বসে?

A orange বললে দুটো স্বরবর্ণ মিশে নতুন স্বরধ্বনি তৈরি হয়ে অর্থ বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য স্বরধ্বনির উচ্চারণ যখন ব্যাঞ্জনধ্বনির মত হয় যেমন, eu/u এর উচ্চারণ ইউ (উ/ঊ নয়) এবং o এর উচ্চারণ ওয়া (ও/ঔ নয়) এর মত, তখন an না বসিয়ে a বসালেই চলে। 
একই ভাবে, MA/FRCS এগুলো ব্যাঞ্জনবর্ণ দিয়ে শুরু হলেও উচ্চারণ স্বরধ্বনির মত হয়ে সমীভাবন বা assimilation ঠেকানোর জন্য an MA/ an FRCS বলা হয়।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন