কেউ মারা গেলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" বলা হয় কেন?
আমাদের দেশে একটি ধারনা প্রচলিত আছে - কেউ মারা গেলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পড়লে, না জানি কত বড় একটা কাজ হয় !!!
এই ধারনার কারণ হল - আমরা এই দোয়ার অর্থ জানি না। এই দোয়ার অর্থ হল - আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।
তার মানে, এই দোয়া পড়ে আপনি বলছেন - আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব।
এই কথাটিতে মৃত ব্যাক্তির কোন লাভ হলো? (তার জন্য কোন দোয়া করা হয়নি)
এই কথাতে, আপনার কোন লাভ হলো? (আপনার জন্যও কোন দোয়া করা হয়নি)
তার মানে, এতে কিছুই হয় না। এই কথাটিতে কারোর জন্য কোন কিছু চাওয়া হয় না, কোন দোয়া হয় না। তার পরেও মানুষ এই দোয়া বলে কেন? এটা বলার দরকার কেন?
আপনি শুনলেন - অমুক মারা গেছে। সেই কথা শুনে আপনি দুটি জিনিস করতে পারেন।
- ওরে আমার কি হলো রে। কত বড় সর্বনাশ হয়ে গেল। আল্লাহ অমুককে এতো তাড়াতাড়ি নিয়ে গেল। ওরে কি হবে রে। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। এমন এলোমেলো কথা বলে বিলাপ করে কাদতে পারেন।
- আপনি বললেন। আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এটা বলে বুঝিয়ে দিলেন - আজকে অমুক মরেছে, আমি আজ শান্ত, কালকে আমিও মরব।
প্রথম উপায়ে, আপনি পাগলামী করলেন, আল্লাহর সাথে বেয়াদবী করলেন। দ্বিতীয় পদ্ধতিতে, আপনি ঈমানদারের পরিচয় দিলেন, আপনার ধৈর্যর প্রমাণ দিলেন। আল্লাহর উপরে ভরসা রাখলেন। এজন্যই "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পড়তে হয়।
উত্তরঃ Mahmud Husain, Quora

একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন