বর্তমান জেনারেশন প্রেম, ফিজিক্যাল রিলেশন ছাড়া কিছু ভাবতে পারে না কেন?
বর্তমান জেনারেশন নিয়ে এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। তবে পুরোপুরি ভুলও নয়।
এর একটি কারণ হতে পারে বর্তমান জেনারেশন খুব বেশি মাত্রায় কনজ্যুমারিস্ট এবং ইহজাগতিক।
আমাদের এই অঞ্চলে আধুনিকতা তথা পাশ্চাত্য জীবনদর্শন সমাজে প্রবেশ করেছে খুব বেশিদিন হয়নি। এখনো এ অনুপ্রবেশ চলমান।
আগে প্রাচ্যের মানুষের সামাজিক রীতি, মন-মানসিকতা সবই ধর্মীয় বা লৌকিক জীবনদর্শন দ্বারা নিয়ন্ত্রিত হতো।
বর্তমানে এর প্রভাব কমায় মানুষ বরং যতটুকু সময় জীবিত থাকছে, ততটুকু সময় উপভোগ করতে চায়। এই কারণে সে তার নিজস্ব জৈবিক প্রবৃত্তি এবং তাড়না মেটাতে সর্বদাই উৎসুক থাকে।
একারণেই দেখবেন শুধু ফিজিক্যাল রিলেশন নয়, বরং জীবনকে উপভোগের জন্য আরো অনেক কাজই অবলীলায় করে যাচ্ছে সবাই এবং তা অনেক সময় নীতি নৈতিকতাবোধকে দূরে ঠেলেই।
আর প্রমথ চৌধুরীর কথাটা মনে আছে তো? "ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়।" পাশ্চাত্য সভ্যতার মহান আদর্শগুলো ধারণ করতে না পারলেও এর অন্ধকার দিকটা গ্রহণ করতে কোনো সমস্যাই হয়নি প্রাচ্যের মানুষের।
এছাড়া আরেকটি কারণ হচ্ছে দেরিতে বিবাহ। আমাদের উপমহাদেশ এমনকি পুরো পৃথিবীর রীতিই ছিল কৈশোরে পদার্পণের কয়েক বছরের মধ্যেই বিয়ের ব্যবস্থা করা। কিন্তু সেই পথ রুদ্ধ থাকায় প্রবৃত্তি তার উপায় ঠিকই করে নিয়েছে।
লেখা - Tanvir Dipto, Quora

একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন