ঘড়িতে 'QUARTZ' শব্দটি লেখা থাকে কেন?
যেসব ঘড়ির কার্যপ্রণালী কোয়ার্টজ কেলাসের (Crystal) উপর ভিত্তি করে নির্মিত সেসব ঘড়িতে কোয়ার্টজ (QUARTZ) লেখা থাকে।
সময়ের সঙ্গে সঙ্গে সময় নির্ণয় করার পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে এবং সব ক্ষেত্রেই মূল লক্ষ্য নির্ভুল সময় নির্ণয় করা। সেই পথ ধরেই সূর্যঘড়ি, বালি ঘড়ি, পেন্ডুলাম ঘড়ি, মেকানিক্যাল ঘড়ি ইত্যাদি পেরিয়ে এসে কোয়ার্টজ, অ্যাটোমিক ঘড়িতে এসে পৌঁছেছে ঘড়ির বিবর্তন। এর মধ্যে এখনও পর্যন্ত আবিষ্কৃত সব থেকে নির্ভুল ঘড়ি অ্যাটোমিক ঘড়ি যদিও তা এখনও সকলের জন্য সহজলভ্য হয়ে ওঠেনি। বর্তমান সময়ে সর্বাধিক প্রচলিত নির্ভুল ঘড়ি হল কোয়ার্টজ ঘড়ি। তাই বর্তমান সময়ের অধিকাংশ ঘড়িতে কোয়ার্টজ 'QUARTZ' শব্দটি লেখা থাকে।
কোয়ার্টজ (QUARTZ) খুব সহজ লভ্য একটি খনিজ। এটি সিলিকন-ডাই-অক্সাইড নামে একটি রাসায়নিক যৌগ এবং এটি বালি ও বেশিরভাগ পাথরেই পাওয়া যায়। কোয়ার্টজ প্রধানত তার পাইজোইলেক্ট্রিক (piezoelectric) গুণের জন্য ঘড়িতে কাজে লাগে। অর্থাৎ যদি কোয়ার্টজ স্ফটিকে চাপ দেওয়া হয় তাহলে এটি খুব সামান্য হলেও বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি করে। আবার উল্টোদিকে কোয়ার্টজ টুকরোটিতে সামান্য ভোল্টেজ প্রয়োগ করলে এটি একটি সুনির্দিষ্ট কম্পাঙ্কে স্পন্দিত হয়। কোয়ার্টজ এর কম্পাঙ্ক ৩২৭৬৮ অর্থাৎ এক সেকেন্ডে ৩২৭৬৮ বার স্পন্দিত হয়।
উপরোক্ত কম্পাঙ্কের সাথে একটি স্টেপার মোটর আর উপযুক্ত গিয়ার যুক্ত করে ওই কম্পাঙ্ককে এক সেকেন্ড হিসেবে ক্যালিব্রেট করা হয়।
বর্তমান ঘড়িতে একটি ডিজিটাল কাউন্টার থাকে যা এই কম্পন সংখ্যা গুণে সেকেন্ড এবং সেই সেকেন্ড গুণে মিনিট, ঘন্টা এইভাবে সময়ের হিসেব রাখে। এই ঘড়ি চালু রাখতে খুব সামান্য ভোল্ট বিদ্যুতের চাহিদা থাকায় ঘড়িতে একটি ছোট ব্যাটারি রাখলেই চলে যা দিয়ে বেশ কয়েক বছর নির্ভুল সময় পাওয়া যায়। কয়েকদশক ধরে ব্যবহার করলেও এই কম্পাঙ্কের হেরফের হয় না। ফলে কোয়ার্টজ ঘড়ির সময়ের ত্রুটিও খুব কম হয়।
কোয়ার্টজের এই সকল সুবিধাকে কাজে লাগাতে প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত কোয়ার্টজকে বিশেষভাবে কাটা হয় (X-Y কাট) যা দেখতে অনেকটা টিউনিং ফর্কের মতো। সুরশলাকার (Tuning fork) আকারে কাটা এই কোয়ার্টজ ক্রিস্টাল ঘড়িতে রাখা হয় এবং এই ছোট্ট ক্রিস্টালটির কম্পাঙ্ক মেপে সময় নির্ধারণ করা হয়। সময়ের নির্ভুলতা, কোয়ার্টজের সহজলভ্যতা, ব্যবহারের সুবিধা ইত্যাদি নানা কারণে কোয়ার্টজ ঘড়ি খুব সহজেই জনপ্রিয় হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন