পরীক্ষার আগে ডিম খেতে নিষেধ করা হয় কেন?
ডিম সবারই খুব পছন্দের একটি খাবার। নানা ভাবেই ডিম খাওয়া যায় বলে এর জনপ্রিয়তাও বেশ। অনেকে আবার এমনও আছেন, যার তিন বেলাই ডিম চাই! তবে যত যাই হোক না কেন, কোনো শুভ কাজে যাওয়ার আগে ডিম খাওয়া একদমই নিষেধ!
বিশেষ করে পরীক্ষা দিতে যাওয়ার আগে মা-দাদিদের প্রথম নিষেধাজ্ঞা ডিমেই থাকে। কারণ সবাই এটাই বিশ্বাস করেন যে, ডিম খেয়ে পরীক্ষা দিলে ফলাফল ডিমের মতই গোল গোল আসবে। এই প্রচলিত সমস্যাটি মোটেও আজকের নয়। এটি চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু জানেন কি এর পেছনে ঠিক কি কারণ রয়েছে?
আসলে ডিম আমাদের শরীরে খুব তাড়াতাড়ি গরম করে তোলে। এতে রয়েছে প্রোটিন-ফ্যাট। শুভকাজে যাওয়ার সময় শরীর-মাথা-মন ঠান্ডা রাখতে দই-এর ব্যবহার যেমন অনস্বীকার্য, তেমনই ডিম যেন পরিত্যাজ্য একটি খাবার। এসময় ডিম খেলে উত্তেজনা বা প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার ফলে শুভ কাজ পন্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়। তাই শুভকাজে যাওয়ার আগে ডিম খেতে নিষেধ করা হয়। সেক্ষেত্রে পরীক্ষা দেয়াও একটি শুভ কাজ। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগেও ডিম খেতে নিষেধ করেন সবাই।

একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন