মানুষ কোনো সুন্দর বস্তুকে সহ্য করতে পারেনা কেন?

মানুষ বেশি সুন্দর কোনো জিনিসকে সহ্য করতে পারেনা। অধিক সুন্দর কোনো জিনিস দেখলে, ডোপামিন এবং সেরেটনিন নামক নিউরোট্রান্সমিটার দুটির অস্বাভাবিক ক্ষরণের ফলে সৃষ্টি হওয়া প্রভাব মানুষ সহ্য করতে পারেনা। ফলে, মানুষ সেই বস্তুটিকে ধ্বংস করে ফেলতে চায়। 

উদাহরণস্বরূপ:- মিষ্টি বাচ্চার জোরে গাল টিপে ধরা অথবা গাছে সুন্দর ফুল ফুঁটে থাকতে দেখলে তাকে ছিঁড়ে ফেলা। একে,"Cute Aggression" বা "Playful Aggression" বলা হয়। 

সিরিয়াল কিলারদের মধ্যে এর প্রবণতা বেশি হলেও, আমাদের প্রত্যেকের মধ্যে এর প্রভাব রয়েছে।অর্থাৎ,আমাদের প্রত্যেকের মস্তিষ্কে একটি খুনির প্রভাব রয়েছে।

Cute Aggression নিয়ে তৈরী একটি কার্টুনঃ

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন