কোকিলের ডাক নকল করলে কোকিল আরো জোরে ডাকে কেন?
আসলে কোকিল তার এই কুহু কুহু ডাক কাককে উত্যক্ত করার জন্য ব্যবহার করে। যখন উত্যক্ত হয়ে কাক পুরুষ কোকিলের পিছনে ধাওয়া করে তখন এই সুযোগে স্ত্রী কোকিল এসে কাকের বাসায় ডিম পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোকিলের ডাক নকল করলে কোকিল আরো জোরে চেঁচায় কেন?
আসলে আপনি যখন কোকিলকে অনুকরণ করে "কুহু,কুহু" ডাকেন তখন একটা সুযোগ থাকে যে কাক আপনার শব্দের উৎসের দিকে ধাওয়া করবে। তবে কাক যথেষ্ট বুদ্ধিমান, কিছুক্ষনের মধ্যে সে বুঝে যাবে যে এটা মানুষের ডাক। এবং সে বাসায় ফিরে যাবে। কিন্তু এতে স্ত্রী কোকিলের জীবন বিপন্ন হতে পারে, সাথে তাদের ভবিষৎ প্রজন্মেরও। তাই পুরুষ কোকিল আরো জোরে চেঁচায় যাতে কাক আপনার কুহু কুহু শব্দ শোনার আগে কোকিলের শব্দ তা শোনে আর তাকে তাড়া করে।
আর যদি আপনি এই তথ্য যাচাই করতে চান, তাও খুব সহজ। কাকের বাসার কাছে গিয়ে কয়েকবার কোকিলের ডাক অনুকরণ করুন। মনে রাখবেন জীবনে যদি সত্যি রোমাঞ্চ এর অভাব থাকে তবেই করবেন।
বিশেষ সতর্কীকরণ: হেলমেট না পরে এরকম কিছু চেষ্টা করবেন না!!

একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন