PUBG তৈরীতে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে?

একটি ভালো মানের গেইম কখনো শুধুমাত্র একটি ল্যাংগুয়েজ দিয়ে বানানো সম্ভব নয়। PUBG মোবাইল ও কয়েকটি ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরী করা হয়েছে।

PUBG গেমটি Unreal Engine 4 ব্যবহার করে তৈরী করা হয়েছে। Unreal Engine 4, C++ ব্যবহার করে , যা গেমের গ্রাফিক্স কে বেস্ট বানাতে সাহায্য করে।

PUBG গেমের CORE বানানো হয়েছে সম্ভবত Python ব্যাবহার করে।

PUBG মোবাইল ভার্শন আর পিসি ভার্শন দুটোই আছে। ক্রস প্ল্যাটফর্ম গেম তৈরিতে Java ব্যবহার করা হয়েছে Side Sourcing ল্যাঙ্গুয়েজ হিসেবে।

PUBG মোবাইলে Javascript ও ব্যবহার করা হয়েছে কারণ এটি অনেক এক্সট্রা ফিচার দেয়।

এছাড়াও Pearl, C#, PHP, MYSQL ইত্যাদি অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার হয়েছে গেম টি বানাতে।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন